April 29, 2024

2023 সালের ( বাংলার 1429 – 1430 ) রাম নবমীর তারিখ ও সময়

Ram Navami Date and Time of 2023 // বাংলার 1429 – 1430 সালের রাম নবমীর তারিখ ও সময় 

Ram navami date and time

 

চৈত্র মাসের শুক্লপক্ষে নবমী তিথিতে বিষ্ণুর সপ্তম অবতার ভগবান শ্রীরাম জন্মগ্রহণ করেন। তিনি জন্ম গ্রহন করেন অযোধ্যার রঘুবংশে। অযোধ্যার রাজা দশরথ ও তার প্রধান স্ত্রী কৌশাল‍্যার জ্যেষ্ঠপুত্র হলেন রাম। প্রতি বছর এই দিনটিকে ভগবান রামের জন্ম তিথি হিসেবে পালন করা হয় ভারত সহ গোটা বিশ্বে। এই রাম নবমীতে অশুভ শক্তিকে পরাজিত করে শুভ শক্তিকে আমন্ত্রণ জানান হয়।

 

এবছর রামা নবমী পড়েছে 30 মার্চ,বৃহস্পতিবার।

 

2023 সালের রাম নবমীর সময়সূচী:

 

তারিখ : 30 March.

বার : বৃহস্পতিবার।

রাম নবমী মধ্যাহ্ন মুহুর্ত :

               10:27 AM থেকে 12:55 PM.

                সময়কাল – 02 ঘন্টা 28 মিনিট।

 

নবমী তিথি শুরু – 09:07 PM 29 মার্চ, 2023 তারিখে।

নবমী তিথি শেষ – 11:30 PM 30 মে, 2023 তারিখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *