শিবের সকল গুরুত্বপূর্ণ মন্ত্র একসাথে

শিবের সকল গুরুত্বপূর্ণ মন্ত্র // All Important Lord Shiva Mantras

 

মহাদেব শিবের আমরা সকলে পুজো করে থাকি। কিন্তু সব শিব মন্ত্র একসঙ্গে কোথাও পাওয়া যায় না আর পাওয়া গেলেও সেই সকল শিব মন্ত্র সংস্কৃতে অথবা হিন্দতে পাওয়া যায়। আজ আমরা এখানে মহাদেবের সকল মন্ত্র বাংলা হরফে উপস্থাপন করছি। এই সকল শিব মন্ত্র মহাদেবের পুজোর বিভিন্ন সব মন্ত্র যা আপনাকে উন্নতির শিখরে পৌছে দেবে।

১. শিব পঞ্চাক্ষর মন্ত্র:

ওঁ নমঃ শিবায়।

২. শিব ধ‍্যান মন্ত্র:

ওঁ ধ‍্যায়েন্নিত‍্যং মহেশং রজতগিরিনিভং চারুচন্দ্রাবতংসং।

রত্নাকল্পোজ্জ্বলাং পরশুমৃগবরাভীতিহস্তং প্রসন্নম্।।

পদ্মাসীনং সমন্তাৎস্তমমরগণৈব‍্যাঘ্রকৃওিং বাসানং।

বিশ্বাদ‍্যং বিশ্ববীজং নিখিলভয়হরং পঞ্চবক্ত্রং ত্রিনেত্রম্।। 

৩. শিব প্রনাম মন্ত্র:

ওঁ নমস্তভ‍্যাং বিরূপাক্ষ নমস্তে দিব‍্যচক্ষুসে।

নমঃ পিনাকহস্তায় বজ্রহস্তায় বৈ নমঃ।।

নমস্ত্রিশূলহস্তায় দন্ড পাসাশিপাণয়ে।

নমস্ত্রৈলোক‍্য নাথায় ভূতানং পতয়ে নমঃ।।

নমঃ শিবায় শান্তায় কারনত্রয়হেতবে।

নিবেদয়ামি চাত্মানং ত্বং গতিং পরমেশ্বর।।

পুংসামপূর্নকামানং কামনারামমীশ্বরম্।

৪. শিব স্নান মন্ত্র :

ওঁ ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম্।

উর্বারুকমিব বন্ধনান্মৃত্যোর্মুক্ষীয় মাঽমৃতাৎ।।

ওঁ  তৎপুরুষায় বিদ্মহে।

মহাদেবায় ধীমহি তন্নো রুদ্রঃ প্রচোদয়াৎ ওঁ।।

৫. শিব পুস্পাঞ্জলী মন্ত্র:

ওঁ নমো শিবায়

এষসচন্দনপুষ্পবিল্বপত্রাঞ্জলী।

নমোঃ শিবায় নমঃ।।

৬. মহামৃত‍্যুঞ্জয় মন্ত্র:

ওঁ ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম্।

উর্বারুকমিব বন্ধনান্মৃত্যোর্মুক্ষীয় মাঽমৃতাৎ।।

৭. শিব রুদ্র মন্ত্র:

ওঁ নমো ভগবতে রুদ্রায় নমঃ।

৮. শিব গায়েত্রী মন্ত্র:

ঔঁ তৎপুরুষায়া বিদমহে;

মহাদেবায়া ধীমাহী;

তন্নো রুদ্রায় প্রচোদয়াৎ।।

শিবের জপ মন্ত্র:
(ক) ওঁ নমঃ শিবায়
(খ) ওঁ শিব তরায়ঃ নমঃ
(গ) ও ময়স্করায় নমঃ
(ঘ) ওঁ নমো রুদ্রায়
(ঙ) ওঁ নমঃ শিব তরায় নমঃ
(চ) ওঁ জুং সঃ
(ছ) ওঁ জুং সঃ সঃ জুং ওঁ
(জ) ও হৌং জুং সঃ সঃ জুং হৌং
(ঝ) ওং হৌং জুং সঃ ওঁ সঃ জুং হৌং ওঁ
(ঞ) ওঁ হৌং ও জুং ওঁ সঃ ওঁ সঃ ওঁ জুং ও হৌং ওঁ

#পঞ্চাক্ষর মন্ত্র / #ধ‍্যান মন্ত্র / #প্রনাম মন্ত্র / #স্নান মন্ত্র / #পুস্পাঞ্জলী মন্ত্র / #মহামৃত‍্যুঞ্জয় মন্ত্র / #রুদ্র মন্ত্র / #গায়েত্রী মন্ত্র 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *