April 30, 2024

বিশ্বকর্মা পূজা কেন একই তারিখে পড়ে জানেন?

Why do we celebrate Vishwakarma Puja on 17 September // 2023 Vishwakarma Puja Date

Why do we celebrate Vishwakarma Puja on 17 September

 

বিশ্বকর্মা পূজা হল হিন্দুদের এক উল্লেখযোগ্য  ধর্মীয় উৎসব। হিন্দু শাস্ত্রমতে স্থাপত্য দেবতা বিশ্বকর্মার  পুজো করা হয় এইদিন।তাকে এই বিশ্বের স্রষ্টা হিসাবে বিবেচনা করা হয়। বিশ্বকর্মা হলেন এই বিশ্বের সকল কর্মের সম্পাদক। তিনি সকল শিল্পের প্রকাশক। শৈল্পিক সকল কর্মের উপর বিশ্বকর্মার একচ্ছত্র অধিকার রয়েছে বলে বিশ্বাস করা হয়।পুরীর বিখ্যাত জগন্নাথমূর্তি এবং কৃষ্ণের দ্বারকা নগরী সহ অনেক কিছু তিনিই নির্মাণ করেন।তার অপর নাম স্বর্গীয় সূত্রধর।

হিন্দুদের অন্যান্য সকল দেবদেবীর পুজোর সময় বা দিন নির্ধারিত হয় চাঁদের গতি-প্রকৃতির উপর কিন্তু বিশ্বকর্মা পুজো একমাএ পুজো যার সময়  নির্ধারিত হয় সূর্যের গতি প্রকৃতির। সেই নিয়ম অনুসারেই সূর্য যখন সিংহ রাশি থেকে কন্যা রাশিতে প্রবেশ করে তখন উত্তরায়ন শুরু হয় এবং  এই সময়ই বিশ্বকর্মার পুজো হয়। তাই বিশ্বকর্মা পুজোর তারিখ স্থির। প্রতি বছর একই দিনে 17 সেপ্টেম্বর পড়ে এই পুজো। এছাড়াও বিশ্বকর্মা পূজা প্রতিবছর বাংলার ভাদ্র মাসের শেষ দিনে পড়ে যা ভাদ্র সংক্রান্তি বা কন্যা সংক্রান্তি নামেও পরিচিত।

2023 সালের বিশ্বকর্মা পুজো কবে?

তারিখ : 17 সেপ্টেম্বর।

বার : রবিবার।

2023 সালের বিশ্বকর্মা পুজোর বাংলা তারিখ : ৩০ ভাদ্র ১৪৩০।

পুজোর সময়সূচী : 

বিশ্বকর্মা পুজোর সংক্রান্তির মুহূর্ত – 01:43 PM.

কন্যা সংক্রান্তি পুণ্যকাল – 01:43 PM থেকে 05:38 PM.

সময়কাল – 03 ঘন্টা 56 মিনিট।

কন্যা সংক্রান্তি মহা পুণ্যকাল – 01:43 PM থেকে 03:45 PM.

সময়কাল – 02 ঘন্টা 02 মিনিট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *